আহা বাংলাদেশ! আমার প্রিয় বাংলাদেশ
রূপ-বৈচিত্র্যময় বাংলাদেশ
বৈচিত্র্যময়তা রয়েছে ঠিকই
রূপটা গেল কই


কোথায় গেল সোনার খেত
সবুজে ঘেরা মাঠ
সন্ধ্যে হলেই পুথি পড়া
ভোরে শপথ পাঠ


কোথায় গেল ভাটিয়ালি
পল্লীগীতির গান
জারি-সারি মনে হলেই
কেঁদে উঠে প্রাণ


কোথায় গেল বটের মেলা
দাঁড়িয়াবান্ধা বউ-চি খেলা
রইলো কোথায় সেসব দিন
দুষ্টুমিতে ভরা


কোথায় গেল বেয়ারিং দিয়ে
শখের কাঠের গাড়ি
অকারণেই বন্ধুর সাথে
সকাল-বিকেল আঁড়ি


কোথায় গেল আন্তরিকতা
মেহমান ভরা বাড়ি
আধুনিকতার ছোঁয়ায় কেবল
দিচ্ছি বিভুই পাড়ি


কোথায় গেল নাড়ির টান
নাড়ির কাছে ফেরা
স্বদেশ ছেড়ে বিভুইয়েতে কেন
আর্তনাদে মরা