আজ কতগুলো দিন, কতগুলো মাস ,
কতগুলো বছর কেটে গেল।
অথচ একটি কবি এখনো
অপেক্ষায় আছে।
সেই ধুলিময় পুরোনো লাইব্রেরীটার সামনে
জরাজীর্ণ একটা বেঞ্চিতে বসে ,
অনন্তকাল হতে অপেক্ষা করে চলেছে।


কবিটি এখন ও বিশ্বাস করে।
সেই হঠাৎ দেখা হলুদ শাড়িতে অলকানন্দের মতো
শুভ্রতা ছড়ানো মেয়েটি ,
আবারো হয়তো এই পথ ধরে হেঁটে যাবে।


যার পরনে থাকবে হলুদ শাড়ি, মাথায় বেলি ফুলের
বিনুনি করা মালা আর হাতে থাকবে শরৎচন্দ্রের সেই
বিখ্যাত পরিনিতা উপন্যাস টি।


এই সামান্য টুকু আশা নিয়ে কবি এখনো অপেক্ষা করে চলেছে, আর একের পর এক পান্ডুলিপির পাতায় নিজের
কল্পনাকে আঁকছে।


যেই কল্পনার পুরোটা জুড়েই রয়েছে,
সেই হঠাৎ দেখা মেয়েটি।