এমন যদি হত
আমি হতাম পাখিদের মত।
থাকিত যদি মোর দুটিডানা,
মানিতাম না আর কারো মানা।
উড়ে যেতাম এক উড়ালে,
রাসুলের ঐ সোনার মদীনাতে।


হৃদয় উজার করে বলিতাম না বলা কথা,
দূর হত জমানো যত অন্তব্যাথা।
দুরুদ সালাম জানাতাম ভক্তিভরে,
সাধ থাকিত না আর জীবন তরে।
প্রেমানন্দে ব্যাকুল হয়ে চুমো দিতাম রওয়াজা,
প্রশান্তিতে জুড়াত মন শীতল হত মোর কলিজা।
(হে আল্লাহ নসীব কর মোর সোনার মদীনা)।