মনে বড় দুঃখ পেলাম
তুমার নিষ্টুর আচরনে,
হরণ করিলে গো মধুর হাসি
এক পলকে অকারনে।
স্বার্থন্বেষী পৃথিবীতে
আমি নই স্বার্থপর,
অকাতরে বিলিয়ে দেই সেবার হাত
আমি নই পরশ্রীকাতর।
বিষন্নতার বেড়াজালে
বন্দী আমার এ হ্নদয়,
দুঃখের বসতিতে চাইনা সুখ
চাইনা কারো মনজয়।
স্বপ্নীল সৌন্দ্যর্যের পূজারী
নইকো আমি আমি নই লোভী,
আমিত আমার করে নিজেকে নিয়ে
দিবা রাএ শুধু ভাবি।
ঐশ্বর্যের ভাতি যশের খ্যাতি
নয়কো আমার কামনা,
বন্ঞিত এই আমার
সাথী শুধু যন্ত্রণা।
ভৈরব ছলনাতে মোর
সদা মনমম্ তুষ্ট,
নিয়তি রেশে নয়নের নোলাজলে
লিখে যাই কবিতা নাম শুধু কষ্ট।।