এক দিন শত্রুরা দিয়েছিল হানা,
বলেছিল, রাষ্টভাষা উর্দূ ছাড়া
অন্য কিছু হবে না মানা।
প্রতিবাদে জড়ো হয়েছিল বাংলার
কৃষক শ্রমিক নারী চাকুরীজীবী
তরুন ছাত্র আপমর জনতা,
শ্লোগান মুখর ঝাঁঝালো মিছিলে উত্তাল রাজপথ
মোদের একটাই দাবী একটাই কথা
মাতৃভাষা বাংলাই হবে রাষ্টভাষা।


এক দিন শত্রুরা ১৪৪ধারা করেছিল জারি,
নিষিদ্ধ মিটিং মিছিল প্রতিবাদ সমাবেশ
বায়ান্নর একুশে ফেব্রুয়ারি।
মাতৃভাষা অস্ত্রের জোরে কেড়ে নিতে চায় তারা,
পেরিয়ে বাধার পাহাড় প্রতিবাদে মিছিলে
সামনে এগিয়ে চলে বাংলার দামাল  ছেলেরা।
অসহিংসু নিরস্ত্র ছাত্রদের নির্বিচারে গুলি করে পুলিশ,
রক্তে রন্জিত ঢাকার পিচঢালা রাজপথ
সালাম বরকত রফিক  জব্বার শফিউল হলেন শহীদ।


পৃথিবীতে আর কোন জাতিকে হয়নি দিতে ভাষার জন্য প্রান।
আমরাই দিয়েছি রক্ত দিয়ে বাংলা ভাষা কিনেছি
পেয়েছি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মান।