এক জীবনে ছোট্র আশা
পেতে চায় সবাই ভালবাসা,
খুজেঁ বেড়ায় প্রিয় মুখ
পেতে চায় আপেক্ষিক সুখ।
স্বপ্ন দেখে অবিরত
সাধ জীবনে আছে যত।
এক দিন চোখে পরে চোখ
বিপুল আশায় ভরে বুক,
কিছু কথা পরিচয়
হয়ে যায় মন বিনিময়,
খুজেঁ পায় সুখ পাখিটারে
সাজিয়ে রাখে হ্নদয় মন্দিরে।
কল্পনার আলোকে ভাবে জীবন
হৃদয়ে প্রেমছবি করে অংকন,
প্রবিত্তির আবেগে আকুল
কাছে পেতে হয় ব্যাকুল।
হঠাৎ একদিন উঠে ঝড়,
ফুরিয়ে যায় কারো সুখের প্রহর। পলাতক দুঃখেরা হয় সাথী,
সুখগুলি আমরন ফেরারী।
স্বপ্নরা নেয় চির বিদায়,
সৃম্তিরা অভিরাম কাদায়।
ভরে বুকটা হাহাকারে
বন্দী জীবন যন্ত্রনার করাগারে।
আবার কারো জীবন ধন্য
সুখ তাদের কানায় কানায় পূর্ণ।
কারো জীবন সুখচিত্ত
কারো নয়ন অশ্রুজলে সিক্ত,
নিয়তির চিরায়ত নিয়ম
কেউ সুখী কেউ দুঃখী এইতজীবন।