আযান তোমাতে একি মায়াবীছোয়া,যখনই শুনি মধুর ধ্বনি
সুখ সুখ লাগে
মনের বাগে।
শীতল পরশ বুলায় হ্নদয়ে,
তুমার তরঙ্গ মাখা মাতালহাওয়া।
তোমাতে এতই নিবিড় টান,
শুনে মধুর তান মনকরে আনচান।
আবেগে ব্যাকুলহয়ে
ছুটে যাই মসজিদে,
প্রশান্তি মেটায় ইবাদতে
অমৃত সুধা করি পান।
তুমার এতই মুখর শান,
জাগরনী সুরে তুমি বল
ঘুম হতে নামায ভাল।
রাত পোহায় তুমার ছোয়ায়,
তুমার আওয়াজে দুরভীতহয় ইবলিশ শয়তান।
তুমার এতই সুউচ্চ মান,
তুমার সুললিত সুরে
ঢেউ উঠে খোদার আরশমহল্লাতে।
তুমার উত্তালতায়
পাপের মহল ভেঙে যায়,
তুমিদিবে মুয়াজ্জিনকে স্বর্গেরযোগান।