বদলে গেছে দেশ-প্রকৃতি
বদলে গেছে গ্রাম,
যায় না শোনা এখন তো আর
রাখাল ছেলের নাম!


আগের দিনে রাখাল ছেলে
গামছা দিয়ে গায়,
ছুটতো গরু-বাছুর নিয়ে
নদীর কিনারায়।


ভর দুপুরে গাছের ছায়ায়
নাচতো বাঁশির সুর,
সেই সুরেতে সৃষ্টি হতো
মোহন মায়ার ঘোর!