শুধু সময়ের ব্যবধানে মিথ্যে প্রহর গুনি-
জানিনা কেন আজও তোমায় নিয়েই
ঘুমের ঘোরে মিথ্য স্বপ্নে বিভোর হই আমি !
অমর ভালবাসা কখনও পুরনো হয় না
সময়ের ব্যবধানে শুধু ভালবাসার মানুষ গুলো
পুরনো হয়ে যায়, আর উড়ে যায় কার্পাস !
হয়ে জমানো স্বপ্ন যতো, এ হৃদয়ে নেই কোন
অজস্র ভালবাসার টাইম স্কেল
শীতের বরফ জমাট বেঁধে হয়েছে ক্ষত !
কঠিন মুহূর্তের সময়টুকু ক্ষত একাকার
হয়ে জীবন হয়েছে মলিন, মনের অজান্তেই যেন
এ দেহের রক্ত পিণ্ডের ভিতর প্রাণহীন হই প্রতিক্ষণ !
জীবনে আশায় বাসা বেঁধে করেছি সময় কত নষ্ট,
প্রদীপ আলো এসে নাড়েনি কড়া
বুকে জমা হয়েছে ভীষণ চাপা কষ্ট !
মরিচা গেছে পরে বিশ্বাসের মেরুদন্ডে
হিসাব জীবনের ডায়েরীর খাতায় জমা রাখলাম
করবো একদিন উম্মুক্ত বিচারের মানদন্ডে !
রই বুক বেঁধে আশায়, একদিন সুখ এসে ঠেকবে পায়ে
দুঃখ কষ্ট আর জ্বালা যন্ত্রণাটুকু দিলাম রেখে নিভৃত সঞ্চয়ে !!!