তোমার দেওয়া গিফট গুলো কি করবো?
অনেক অযত্নে অবহেলায় আছে সেগুলি
গিফট গুলি নিয়ে তুমি আমার দরজার
পাশে ঠকঠক করবে তুমি।
আমি তোমার কাছে চাই না ওই আকাশের
জোছনা বিলাসী ঝরানো চাঁদটা
ওগো আমি চাই না তোমার কাছে বিশাল
গ্রহিন সাগর সেঁচে তুলে আনো
মনি মুক্তার হারটা।
আমি চাইলে দিতে পারো তুমি আমায় ওই
ভরা পুর্ণিমার রাতটা
তুমি ভালোবেসে রাখতে পারো
আমার হাতে হাতটা।
তুমি ইচ্ছে করলে দিতে পারো শীতের ভোরের
একটি শিশির বিন্দু
তুমি বুঝে নিও এতেই আমার মহা সাগর
আনন্দ এক সিন্ধু।
হয়তোবা দিতে পার তুমি আমায়
একটি গোলাপ ফুল
তুমি তুষ্টি আমার এই টুকুতেই
কখনো বুঝ নাকো ভুল।
কিন্তু তুমি একদিন চুপিচুপি
দাঁড়াবে আমার পিছে
স্বপ্ন গুলো আমার হবে না দেখ
একেবারেই মিছে।
তুমি এক হাতে ধরবে গোলাপ
অন্য হাতে ধরবে আমার চোখে
চারদিকে বেলি ফুলের ঘ্রান আর
আমার ঠোঁটের ভিতর পৃথিবীর সকল ছবি.
তুমি আচম্বিতে এসে বলবে
তোমার জন্য এক গুচ্ছ গোলাপ।