আমি তোমার কাছ থেকে প্রতিনিয়ত প্রত্যাখ্যাত হয়ে
সমীকরণ বিরহের তীব্র আগুনের মতো পুড়ে ঝলসে যাব ?
আমার ইমেজের স্পর্শে তোমার ঐ বিরহের তীব্র আগুন
পরিণত হবে -৫ ডিগ্রি সেলসিয়াসের বরফে ।
নীলাকাশ মেঘলা আলাপের ঘোর কিংবা বিরহ বিলাস
অঝোর আষাঢ়ে ধুয়ে যাক যাবতীয় দু:খের নকল সমীকরণ।
আমাকে দুটো ডানা দাও! দূরে কোথাও উড়ে যাই সীমানা মাড়িয়ে।
ঐ আকাশে ঊরু বক গুলির সারী দেখেছো মেয়ে !
ঝাঁক বেঁধে উড়ে যায় দৃষ্টির দূর থেকে বহুদূরে!
তুমি কখনো কি হারিয়েছো ওদের সমতটে ?
পালিয়েছো চেনা জীবনের অচেনা সড়কে ?
তুমি ডানা মেলে শুধু একবার উড়ে যাও দূরে।
ফেরার হবে নিশ্চিত দুঃখের কালীমা।- হৃদয়ে জলপ্রপাতের ...
সমীকরণ - আমি ভালোবাসা পেয়ে পরাধীন হতে ভালোবাসি
প্রেম ভালোবাসা এসে যাযাবর কন্ঠে চুমু খেলে মনে হয়
বিরহের স্মৃতিচারনের মতো সুখ কিছু নেই অনিকেত প্রান্তরে।
পৃথিবীর বুকে কেউ 'প্রেমের কবি', কেউ বা আবার 'বিদ্রোহী'।
আসলে এ ধরনের সহজ সমীকরণ শোভনও নয়।
একজন সাহিত্য প্রেমিক কবি তখন সার্থক হয়ে ওঠে
যখন তার মাঝে খুঁজে পাওয়া যায় জীবনের বোধ,
পৃথিবীর কোন সমীকরণ দিয়ে ভালোবাসাকে বাঁধা যায় না।
তবুও ভালোবাসা শত সহস্র বছর ধরে মানুষের মনে এসেছে এবং আসবে।
বরং অনেক ক্ষেত্রে বিরহের মাঝেই প্রেম বেঁচে থাকে
অস্বাভাবিক রকম সুন্দর হয়ে। যে মানুষটি না পেয়েও
নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়, সে তার প্রেমিকার কাছে
অনেক বড় প্রেমিক।