ভালবাসার সম্পর্কের সুই সুতা গেলে ছিঁড়ে
পাবে না খুঁজে আর তাকে কখনো কোথা।
মোমবাতির ভিতর থেকে বললো সুতা  
ভালবাসার কষ্টের প্রদীপ জ্বেলে জ্বলছি তো আমি
তবে কাঁদছো কেন তুমি ?
মোমবাতিটি অশ্রু স্নিগ্ধতায় বললো তখন
এ হৃদয়ে যাকে জায়গা দিয়েছি।
সে যদি কষ্ট পায় তবে অশ্রু কি বেধে রাখা যায়...
খাঁচায় ছিল একদা সেই ময়না তোতা
ভাঙ্গনের খেলায় অবিশ্বাস হোতা।
ছিন্নভিন্ন হীনতায় হল বন্ধনের খাতা
অন্ধকারে ঝাপসা আজ জীবনের পাতা।
চাওয়া পাওয়া থেকে হারিয়ে গেল সব হৃদ্যতা
অন্তরের মণিকোঠায় ভরা আজ দুঃসহ ব্যথা।
প্রেম-ভালবাসাহীন চারদিকে শুণ্যতা
রক্ত পিণ্ডে পেয়ে বসেছে বিষণ্ণতা।
ফিরে পাবার আকুলতা
জীবনে ভরা আজ অপূর্ণতা।
সব ছুঁড়ে ফেলে ইচ্ছার দাম্ভিকতা
যাও ফিরে, নত কর ভালবাসার কাছে মাথা।
অটুট রাখে সম্পর্ক বিশ্বাস আর সততা
আসবেই ফিরে ফের দুজনের হৃষ্টতা ।