তুমি কখনো ভোরের কুয়াশার মত
চুপি চুপি এসে আমার উঠানে
ভোরের সিগ্ধ আলোয় হারিয়ে যাও,
কখনো বা বর্ষার রিমঝিম বৃষ্টির বৃষ্টি হয়ে
অসময়ে অঝর ধারায় ভিজিয়ে দাও।
আবার কখনো তুমি রৌদ্দুর হয়ে ফিরে আসো
আমার খোলা জানলায়
মাঝে মাঝে কখনো তোমাকে খোঁজে পাই
স্বপ্নের মাঝে রঙের মেলায়।
তুমি কখনো যেন গোধূলি, সন্ধ্যার
আবার কখনো বা উষ্ণ ভালোবাসার
জল নদীর ধার।
কখনো হটাৎ করে বৃষ্টি নামে, ভীষণ খরায় তুমি হাসলে
শ্যামল শীতল ছায়া
যদিও তুমি আমার ভীষণ খরায় মরা নদীর ঢেউ
তুমি ছাড়া পৃথিবী নেই আমার কেউ।
চোখটা আজ ভীষণ পোড়ায় অঝর শ্রাবণ জোছনা খরায় -
আবার হাজার কাজের ভিরে
একটু স্বস্তির মাঝে যেন তোমাকেই ফিরে পাওয়া।
কখনো তুমি যেন নীল আকাশ
সাদা মেঘের খেলা
অথবা প্রিয় কবির কবিতার বই
পড়ে কেটে যায় অলস সারাবেলা।
জানি এত কিছুর মাঝে কোনটাই নও তুমি
এ শুধু আমার নিছক মনের পাগলামী
তবুও এই পাওয়া না পাওয়ার ভিড়ে
নিরন্তর তোমাকেই খুঁজে যাওয়া।