অবশেষে মনখারাপের সময় এলো
কি জানি কি, কিসের জন্য এই আকুতি।
যে কথা আজ বলার আছে , তাই বলেছি।
হঠাৎ কেন অন্যরকম, অন্য হাওয়া।
সফলতার স্বপ্নদিনে বিফল হয়ে
কঠিন কিছু বিষাদমালার সাক্ষী থাকা,
আজ মনে হয়, যত তোমায় খারাপ ভেবে
মুখ ঢেকেছি, তত তুমি খারাপ তো নও
নইলে কেন বুকের গর্তে অযাচিত
বিষন্নতার শেকড় বাকড় বেড়েই চলে।
নীল দিগন্ত যখন তুমি ম্যাজিক হয়ে
মন কেড়েছো এই পৃথিবীর বহুজনের,
আমি কেন পাইনি সুখের শ্রীনিকেতন
একথা আজ ভাবতে বসে দুচোখ ভরে
নির্জনতার অশ্রুকণায় ঝাপসা হয়ে বৃষ্টি নামে
এই বৃষ্টি তুমুল রাতে নির্জনতার,