মায়ের মুখের সুমিষ্ট ভাষা
ষোল কোটি বাঙালীর মধুর সুমধুর
সুরেলা মাতৃ ভাষা বাংলা ভাষা ৷
পাকিস্তানি পাক সেনা যে দিন বলছে ওগো
উর্দূ হবে মাতৃ ভাষা
সে দিনটি তে মোরা গর্জে উঠে দিলাম বাঁধা
আমাদের মাতৃ ভাষা বাংলা ভাষা
হবে সেই রাষ্ট্র ভাষা৷
মাগো তোমার ভাষার জন্য দিলাম মোরা প্রাণ
তবু ওগো চাই যে মোরা স্বদেশের সম্মান ৷
শহীদ হলো সালাম, বরকত, রফিক, জব্বার,
গর্জে উঠলো প্রাণ
সবাই মোরা গেলাম যুদ্ধে
হাজারো দিলাম জান৷
তবু ওগো চাই যে মোরা ,বাংলা ভাষার মান
সব মানুষের মুখের ভাষা, বাংলা ভাষা৷
তারা কি ?
কেড়ে নিতে পারবে মাগো, তোমার মুখের ভাষা
মাগো, তোমার মুখের শিখাবুলি, শিখেছিলাম মোরা
তবে কি মোরা ভুলতে পারি যত আসুক বাঁধা৷
সব বাধাকে বাঁধাকে তুচ্ছ করে রাখবো তোমার ভাষা
যদি হয় দিতে প্রাণ, দিবে তোমার সেই বাংলার সন্তান
আসলে আসুক যত তুফান,
শিখেনি মোরা হেরে যেতে
শিখেনি মোরা পরাজয়
শিখেছি মাগো তোমার মুখের ভাষা৷
যে ভাষা থাকবে চিরদিন অন্যায়ের প্রতিবাদ হয়ে
থাকবে উজ্জল হয়ে,
থাকবে চির জাগ্রত হয়ে,
বাংলার মানুষের মুখে-মুখে৷