তোমার মান ভাঙ্গানোর আশায়
যদি হই আমি কখনো অভিমানী
অপরাধ ও প্রবণতা কি খুব বেশি হয়ে যাবে?
যদি আমি ইচ্ছা করেই শিশিরের মতো স্বচ্ছ
আমার চোখের এক ফোঁটা অশ্রু বিন্দু
যদি তোমার হাতে ঝরাই
খুব বেশি কি অন্যায় হবে?
ঐ স্বচ্ছ জলের স্পর্শ পেয়ে তুমি
ভীষণ চমকিত হয়ে তাকাবে আমার নয়নপানে
দুইটি দেহের একটি প্রানের চোখের মিলনের সেই ক্ষণে,
তুমি কি খুব বেশি লজ্জা পেয়ে যাবে?
যদি তোমায় একটু দেখার অভিলাষে
অকারনেই তোমার সামনে হেঁটে হেঁটে যাই
এইটুকু ঈপ্সা কি খুব বেশি হয়ে যাবে?
কখনো যদি তোমার কণ্ঠ শোনার বাসনা জাগে মনে
ধর ভুলেই তোমার সেলফোনে ক্রিং ক্রিং শব্দে,
সেলফোন কানে বললে হ্যালো
তাহলে কি খুব বেশি ভুল হয়ে যাবে?
অজান্তে অকারনেই কদাচিৎ তোমা পানে
অন্যমনষ্ক হয়ে নিষ্পলক তাকিয়ে থাকি
হঠাৎ দৃষ্টি বিনিময়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলে তুমি
অন্যায়টা কি অধিক হয়ে যাবে?
ধরো তোমার মুখোমুখি বসে তোমার সামনে
এক কাপ চা অথবা কফি খাওয়ার স্বাধ জাগে মনে
এই ক্ষুদ্র স্পৃহাটুকু কি অতিরিক্ত হবে?
চা খেতে খেতে বিভোর হয়ে
সহসা আমার হাতটি রেখে দিলাম তোমার হাতে
এইটুকু স্পর্শ পাওয়া কি খুব বেশি পাওয়া হয়ে যাবে?
বলোনা খুব কি বেশি হয়ে যাবে?