তুমি ইচ্ছে করলে হতে পারতে
প্রিয় কবি কাজী নজরুল ইসলামের
কবিতার লেখা বই,
তুমি হতে পারতে,
আমার লাল সবুজ পোষা পাখিটা।
মন বাড়িয়ে ডাকি যখন,
দিক হারা না হয়ে উড়তে উড়তে এসে  
বসলে আমার মনের খাঁচায়।
তুমি হতে পারতে আমার বারান্দার বাগানের
পাতাবিহীন গাছ ভর্তি ফুলের মেজেন্ডা বাগান বিলাস,
ছুঁয়ে ছুঁয়ে দিতাম ফুলগুলিতে আলতো ছোঁয়ায়
স্পর্শ পেয়ে তুমি কেঁপে কেঁপে উঠতে।
তুমি হতে যদি স্বচ্ছ জলের সরোবর
ঝুম বৃষ্টিতে ঝুমুর ঝুমুর ধ্বনিতে উচাটন হতো মন,
শীতল জলের অতলে ডুব দিয়ে
তোমার বুকের অথৈ তরঙ্গে ভেসে যেতাম।
হলেই বা আমার প্রিয় গল্পের বই,
শব্দে শব্দে বাক্যে বাক্যে মিশে থাকতে
পড়তে পড়তে সকাল সন্ধ্যা ভোর কেটে যেতো অবলীলায়,
পাতায় পাতায় তোমায় ছুঁয়ে দিতাম আর,
পেতাম তোমার ভালোবাসার স্পর্শ।
অথবা হতে আমার মুঠোফোন,
প্রতিটা বাটন জুড়ে থাকতে তুমি, এফএম রেডিও আর,
রিংটোনের ঝংকারে অনু-রণন হয়ে বাজতো বুকে
কানে লাগিয়ে প্রতি মুহুর্ত শুনতাম তোমার সব না বলা কথা।
হও না একটু আমার স্বাধের গিটার
টুং টাং মৃদু ধ্বনির ঊর্মিতে দুলবে মন,
গিটারে তারে তারে দশ আংগুলের স্পর্শ দিতাম তোমায়
শিহরিত তনুমন কাছে পেতাম তোমায় সর্বক্ষণ।
আমার সমস্ত চাওয়াগুলোই অন্তর দিয়ে
এখানে অশুচির স্থান নেই,
নেই কোনো ধুম্রজালের প্রয়াস, মন থেকে চাওয়া
তোমায় পাওয়ার আকাঙ্খা সব কিছুর উর্ধ্বে অবিমিশ্র।