লুকোচুরি খেলত আমার আঙুল ;
যখন তোমার টোল পড়া কপোল
থরথর কম্পিত হত আবেশে ;
আমার শুকনো ওষ্ঠাধরের স্পর্শে ,
যখন আমার পায়ের শব্দে
মুহূর্তে প্রখর হত তোমার শ্রবণ ;
যখন ক্ষণিকের দৃষ্টির অগোচর
মনে হত কোয়াসার-রেখা
লক্ষ কোটি আলোকবর্ষ দূর ।
তখন হয়তো তুমি ছিলেনা আমার !!
আজ এই উদাসীন গুমোট হাওয়ায়
শুভ্র চন্দ্রালোকহীন অমানিশায়;
তোমার পদচিহ্নহীন পথের ধুলায়
ক্রমশঃ ঝাপসা হওয়া দৃষ্টিসীমায়;
টানা আর পোড়েনের চলে অবিচার ।
আজ হয়তো তুমি হয়েছ আমার !!