আমি তোমার কাছে করি আকুতি
কষ্টের নোনতা জ্বলে অঝোরে এক নদী,
হালকা হতো এই মন।
দেখাতে পারতাম যদি
এ দেহের চাপা কষ্টগুলো!
মুখ বুজে কীভাবে যে সই
ক্ষত - বিক্ষত হৃদয়
বেশ হালকা হতো।
ভালোবাসতে পারতাম যদি
নিঃশেষ অপেক্ষা,
গভীর রাতের শেষ বিদায় প্রভাতে
এ মন হালকা হতো।
আঁকতে পারতাম যদি
বিস্মৃতির ধোঁয়াশা!
তোমার যন্ত্রণার নীলে মিশতো
উদাসীনের ধূসরতা...
এ মন হালকা হতো।
কাঁদতে পারতাম যদি
এক বুক হাপুস নয়ন -
নিস্তব্দ রাতের আঁধারে স্বপ্নের ঘরে
এ মন হালকা হতো!
তবে এ চোখ দুটি যেন অশ্রুবিহীন
শত আঘাত প্রাপ্ত পাথর – যেন অনুভূতিহীন!
বুক ফাটে তবু কখনো মুখ ফুটে না
বিরহ বেদনায় রুদ্ধ এ কণ্ঠ
তবুও জল গড়ায় না!
তবে, আরেকটি বার কাঁদতে পারতাম যদি
মৌনতায় স্তব্ধ দু’কূল ছাপাতো
পাথরে গড়া হৃদয় নদী...
এ মন হালকা হতো!