জলজ্যান্ত স্বপ্নগুলো
তুমি নিয়েছ কেড়ে
জলাঞ্জলী তো দিয়েছি
পেরে না পেরে।
লাল নীল হলুদ রঙ বেরঙের ফুল দিয়ে
চেয়েছি সাজাতে এ জীবন
শিকেয় তুলেছি সব শখ
চলেছে বয়ে কেবলই উল্টা সমীরণ ।
কেন পারো না তুমি ভালবাসতে
সাজানো বাহারি কানন
তোমাকে পাতাবাহারের পাতার মতোই
করেছিলাম হাজার রঙের স্বপ্ন ধারণ।
হারাতে চেয়েছি যখন
গানের সুরে সুরে
এখানেও তুমি বাঁধ সেজেছ
টিপ্পনী কেটেছ বার বার উপহাস করে।
কানের কাছে গানের পাখিরা
সর্বদা করে গুনগুন
ভুলিয়ে দিয়ে সব কিছু
বাজে মনে সুরের অনূরনণ।
ছেড়ে দিয়ে সব কিছু ফের যখন
বই পড়ায় ডুবিয়েছি মন
যেন অন্তরে বিষ ঢেলেছে কেউ
বন্ধ হউক এটাও করেছিলে পণ ।
কিছুই পারিনা আমি
ব্যর্থ হই সকল কাজেই
এতো ব্যর্থতা নিয়ে চলমান জীবনে
কি আছে স্বার্থ বেঁচে থাকার।