ভালোবাসার ক্যানভাসের-
বিভাষিত স্বপ্নগুলো কেড়ে নিয়ে
পড়ছো যে বেরিয়ে করতে ফেরী?
তোমার অনাহূত স্বপ্ন কত
দেখো হারিয়ে যাচ্ছে অজান্তে।
স্বপ্ন আমার ভেঙ্গে তুমি
দিবে কাকে স্বপ্ন বিলিয়ে?
পাওয়া না পাওয়ার ভীড়ে
অংকটা দেখেছো কী মিলিয়ে?
আমার প্রাপ্য স্বপ্নগুলো
দিবে কী আমায় ফিরিয়ে?
আমার কথা ভাববে কী
নিশ্চুপ একটিবার দাঁড়িয়ে।
ফিরিয়ে দিয়ে সব স্বপ্ন,
ভালোবেসে বুকটা দাও না ভরিয়ে?
দেখনা স্বপ্নহারা হয়ে কেমন
অশ্রুবিন্দু পড়ছে গড়িয়ে।
তোমার স্বপ্ন আমার স্বপ্ন
একসাথে নেই চলো না মিলিয়ে?
অন্তরে ভালোবেসে অনন্ত সুখ
দাও না ছড়িয়ে।
এসো না ফিরে সব মান অভিমান ভুলে
বুকে নাও না গো জড়িয়ে
অপেক্ষায় আছে সুখগুলো দেখো
ডাকছে তোমায় দুহাত বাড়িয়ে।