আমার স্বপ্নেরই খেলাঘর
হৃদয়ের মনিটর দিয়ে গড়া,
তুমি ভেঙ্গেই দিয়েছ এক নিমিষেই
বৈশাখেরই কালো ঝর।
শুধু দেখি আমি চেয়ে চেয়ে,
জীবন যেন বালুচর,
আপন আমার কেউ হলোনা,
ভাবল সবাই শুধুই পর।
আমার মনের আকাশ জুড়ে
মেঘ গুড় গুড় করে,
বহ্নিশিখার দুই চোঁখেরই
অশ্রু ঝরে অঝরে।
ছিল যত ভালবাসা
সবার তরে বিলিয়েছি,
এমন কীই’বা ক্ষতি হতো
বিনিময়ে একটু যদি।
কেউ বা আমায় নিত
এই আপন করে,
হাত রেখে সময়ের রেখায়
দিন যায়, যায় মাস।
প্রাণ পাখিটা বন্দী খাঁচায়
করে শুধুই হাঁস ফাঁস,
প্রতিনিয়ত চলেছি ভয়ে
বেঁচে থাকার পরিহাস।
মানুষ কত আসে যায়
শুধুই করে উপহাস,
মনের রহস্যেরই কথা
আজো কেউ বুঝলনাতো।
দুঃখ নামের নদীটাই
কষ্টরাই ভাঙ্গে ঢেউ,
ছিল সাথী যন্ত্রনারাই
যন্ত্রনারাই থাকবে।
জীবন আমার পদ্মপাতার
নোনাজলেই ভাসবে,
গড়ার এই যে ভাঙ্গা খেলায়
আমি বড়ই নিরুপায়।
নিতে যেয়ে সুখটুকু
শুধুই দুঃখ পেয়ে যায়,
যত আছে আমার দেনা
এই তোমাদের মায়াখেলায়।
মিটিয়ে দিয়ে সকল পাওনা
যাবো চলে অজানায়,
হারিয়ে যাবো ঠিকই একদিন
পাবেনাকো আর আমায়।
বিলীন হবো কালের স্রোতে
যাবো মুছে মোহনায়,
স্বপ্নেরই খেলাঘর
প্রেমহীন চিত্র।