গাছের ডালে কোকিল ডাকে সুখ বসন্তে
শাখা ভরে নতুন পাতায় বৈশাখে।
মেঘ গুলো পূর্ব থেকে পশ্চিমে যায় চলে
অনেক বৃষ্টি ঝরে আকাশ থেকে তুমি এলে।
মন উতালা হয় কোকিলের কুহু ডাকে
ঘরে নাহি রয় নারীর মন।
লাগলো দোলা যৌবনে বুঝি
যায়না বলা বসন্তে কারো কাছে।
ফাগুন মাসে অগ্নিঝরা
গাছের ছায়ায় বসে বন্ধু বাজায় বাঁশি।
উজান বাটি পড়ে বসন্তকালে
ভেঙ্গে নামায় মাটি নদী বসন্ত কালে।
মুখে মিষ্টি হাসি নারীর বসন্ত কালে
হাতে বাঁশের বাঁশি পুরুষের বসন্ত কালে।
ফুলের বনে গুন গুন করে মৌমাছি
মালা গেঁথে বসে আছে সখিরা তাঁর পাণে।