তোমার সেই স্মৃতি গুলো
মনে পড়ে যায়,
আমার স্মৃতি গুলো মৃত্যুঞ্জয়ী
করে রেখো তোমার মাঝে।
তোমার সেই ভালবাসার স্মৃতি গুলো
আজও আমাকে কাঁদায়,
তোমাকে নিয়ে কাটানো সেই সময় গুলো
আমার কাছে এখন কেবলি নষ্টস্মৃতি।
অপেক্ষার ছায়া গুলো দীর্ঘ হতে হতে
এক সময় প্রায় মিলিয়ে যাবার পূর্বক্ষণে
তুমি দৃশ্যমান হয়ে ওঠো,
তোমার আসল স্পষ্টতার ছায়া
অস্পস্ট হয়ে দূরে চলে যায়।
কত যে স্বপ্ন বুনি জোনাকজ্বলা রাতের প্রতিক্ষায়
তুমি এক নারী কুয়াশার মাঝে হেঁটে চলা,
তোমার দ্যুতিতে ঘন কুয়াশা সরে দাঁড়ায়
দুদিকে পথ করে।
পকেটে নিয়ে শিশিরের কনা গুলো
দুহাত মুষ্টিবদ্ধ প্রসারিত করে বলি,
তোমার জন্য দেখো তো কি এনেছি
খুলে দেই হাত পরম আদরে।  
সেই স্বর্ণালী দিন গুলো
সোনালী ফসল ধানের সেই আল গুলো,
অভিমানে জড়িয়ে ছিল লজ্জায় মিশ্রিত
মোহনীয় তোমার সেই রুপ।
গোধূলী সাঁঝের বেলা চৈত্রের খরা তাপে
রক্তিম আভায় রাঙ্গানো গাল,
সেই সময়ের সেই স্মৃতি গুলো
ভোরের সেই কাক ডাকা কথা গুলো,
মনে পড়ে যায় আজও
প্রীতি তুমি শুধুই স্মৃতি।