জীবন ঝলসে যাওয়া চোখ
কাঁদে না কখনো,
উত্তাপ ছড়ায় সূর্যের মতো আবেগ
নির্বোধ যাতনা পুষেছি অন্তরে ।
জীবন ঘুড়ি চাইছে যেতে উড়ে
তবু উড়ে যায়না মায়ার টানে,
পড়ে আছে ক্লান্ত দেহ লাশের মিছিলে
একটানা স্তব্ধ হয়ে ।
বন্দী শিবিরের এই কারখানা
জীবন যেন এক করুণ প্রার্থনা,
খেতে খেতে কষ্টের ঘা, বোধহীন অনুভূতি,
ভালোবাসার আকুতি, বুঝতে যে অপরাগ ।
ভালোবাসার সাপ্লাই, অমূল্য এদেশে,
জীবনের মুল্য যে সস্তা, বলি একটু কেশে,
মালিকের আপনে, যেত যদি ওপাড়ে,
কষ্টের কী মানে বুঝতো কী তাহলে ।
অনুভূতি নাকি সেই, নেই তাঁর অভিধানে
আছে কী ভালোবাসা, এদেশে দরকার,
জীবনের জন্য এক নকশী কাঁথা ।