=
ঐ অসীম-কে, ছুঁতে চেয়েছো, কোনো- এক বিনিদ্র রজনী'র বিকাশে!
তোমার সেই চাওয়া- নি-ছোঁয়া যায়-নি, ব্যর্থ অ-নিচ্ছা ক্রোশে'র গ্রাসে৷
ভালোবাসা'র বিবশ রজনী-গুলো, তুমিও পার করেছো- আনন্দ কায়ায়!
পাত্তা খুলেছো, তার স্ব-গর্বে, কিন্তু- খোলো-নি, বিস্তৃতি'র অমোঘ মায়ায়!
হার-কে, হার ভাবো-নি, আবার- জয়-কে, জয়ে'র কাছেও সঁপো-নি, বিঘায়!
তুমি বিবাগীও নও, আবার- বিভাজনে'র আত্ম-উৎসর্গীয় কোনো- মানবীও নও৷
কিসে যে- ধর্ণা, আর- কিসে যে- তোমার আনমূল, তুমি নিজে'ই তার- হাল নামাও!
তবু- বিবর্তন আসে, হৃদয়ে'র উদার, কিন্তু- সঙ্গি'র সঙ্গ মিলনে'র গোলাপ না- হওয়াও!!
=


রচনা-সময়- ১৮-০৩-২০১৯
=