=
লেখা'র কলম ধরে'ই পরিচয়৷
সপ্তাহে'র বেশীর ভাগ- রোববার আর- সোমবার৷
ট্রেন ছুটে, সংগ্রহে'র তালিকায়৷
কার্ল মার্কস, লেনিনে'র চেয়ে-  
রবীন্দ্রনাথ, ট্রান্সট্রোমার চেনা- বেশী৷
গল্প-গাঁথা এখনো- ব-দ্বীপে'র চুঁড়ায়৷
টেনে রাখা- ঘুড়ি'র নাটাই হাতে, ধরা৷
ম্যাক্সিম গোর্কি, জর্জ বার্নাড'শ- সেল্পে'র তাক ধরে, থাকে৷
টেবিলে প্রায়- নিয়মিত'ই পড়ে, উত্তরাধিকার৷
মাস পাঁচে'র তরঙ্গ- অতো বেশী হৃদয়-গ্রাহী হয়ে, ওঠে-নি৷
ভাত বেড়ে দেয়া, আর- নেয়া'র পার্থক্যে'র তফাৎ৷
কবিতা'র প্রসব চলছে, চলবে৷
বাধ্য-গ্রস্ততা শুধু- বাঁজ-পাখি-দের আক্রোশ৷
কালোত্তির্ণ প্র-বোধ- বিকশিত হয়ে ওঠে-নি, এখনও৷
তালে'র রসদ- তিলে, কোথায়?
ভাবনা'র পসর-টা পুড়িয়ে মারে, হৃদয়ে'র  এ-পার, ও-পার৷
অন্তরে ফোটে-না, তিলে'ই তাল হয়৷
সময়ে'র যুগল-বন্দি সংলাপ- ধরবে৷
না হলে- জন্মে কালো, যৌবণে কেনো- সাদাসাল্লো৷৷
=


রচনা-সময়- ০২/১২/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=