=
চন্দ্র-গ্রহণ, সূর্য-গ্রহণ এখন- অ-বাধ বাল্মীকি'র ঝানু-ডোর!
ডুব-সাতারু-রা লাইফ জেকেট ব্যতীত'ই,
এখন- নদী'র তল-দেশে, শতো বছরে'র পুরাতন-
পরিত্যক্ত হয়-না, বৃহদায়ে!
দূর্যোগ বর্তমানে, মানুষে'র হাতে'র মুঠোয়!
সম-কালীন ছড়া- মধ্য যুগে'র কবিতা'র আওয়াজ!
ঢেউ তরঙ্গে দোলালিত সংঘর্ষে কালে'র পিঁড়ি!
সোনা-খচিত সিংহাসন বহমান দিগন্তে'র,
আধো-ছায়া কালো-রেশ!
রাজা-রা ফুরিয়ে যায়-নি, বারুণিতা'র হাঁটে!
সব-শান্তি আজ ধনী-দের প্রেক্ষাগৃহে,
লুটো-পুটি এ-কামরা ও-কামরা!
অ-কারণ বি-মায়ায় মাথা কেটে নেয়, বৈভবে'র মহড়া!
ধার করা- বাণিজ্যে, সবাই একাধারে- মুখ লুকায়, পেট ফাঁপায়!
নতুন পৃথিবী'র গাল কেটে, রক্ত জমায়!
কুর্নিশে'র ঢোল পিটিয়ে, কুক্ষিগতে'র নিমন্ত্রণ!
জেলে-দের সব-জাল এসে, এক জোট বেধেছে!
মাছে-রা প্রজননে'র তাড়নায়- ব্যাংক একাউন্ট খোলে!
মানি লন্ডারিং-এর চাল- চোখে, ধুলো ছিটায়!
হাস্য-রস কৌতুকে'র উদয়, তখনো- দিনে'র শাকিন!
মাথা বড়ো কজে, সিজারিয়ান পেট কাটে!
বাহঃ কী- অপরূপ মেলা বসেছে!
দোল দোল দোলনি রাঙা মাথা'র ঠিকাদারি!
বেকারত্বে'র অভিশাপ মোচন- পর্দা'র অন্তরালে,
বক্তব্যে'র দীর্ঘ-লাইন!
অন্ধকারে'র শিরা, উপ-শিরায়, লতা-পাতায়-
বেষ্টিত সর্প এখন- লোক-চক্ষু'র ক্যামেরা ক্লিপে,
ওয়েবে'র ফন্ট পেজে!
পৃথিবী'র সব কথা'ই অবান্তর- অ-মৌলিকতা'র দোষে!!
=


রচনা-সময়- ২১/১০/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=