=
ছুটে যেতে যেতেও প্রেম- জোড়া লাগে ৷
ক্ষয়ে যেতে যেতেও মন-তাত্ত্বিক ভরে, উঠে ৷
দেখতে দেখতে আঁখি-জলে, রাগ যায়- ভিজে ৷  
কেমন আন্ত্রিক বীর্ভাব ভর করে, কে জানে !  


এক-টু-খানি নরম তৃষিত গলায়- ভালোবাসা প্রদর্শণে ৷
এক-টু-খানি পরম যত্নে, সত্য বলা'র সাহসে ৷


সত্য বচন'- এর ক্রিয়ায়- এমন'ই শক্তি ঝরে...
কুড়িয়ে নিলে'ই সম্ভাব্য হারানো- এসে পরে, ঝুলি-তে ৷৷
=


ম. প্র. (০১-০৩-২০২১)
=