=
ডুবে যেতে যেতে জীবন বাঁচার স্বপ্ন দেখায়
মরে যেতে যেতে মানব ইতি করণীয় ঠুকে যায়
একটা দিগন্ত আয়নার মতো সচ্ছতায় দাঁড়িয়ে থাকে
কেউ পথ ভোলার মতো আড়ালে
লুকিয়ে যায় বিবর্ণতায়
কেউ আলোকোজ্জ্বল রেখাপাতে
কলিজা মেশায় ঘূর্ণিহাওয়ায়
ইতিপ্রান্তে দাঁড়িয়ে থাকা মরণ পারেনা
সময়ের আর্জি মুছে দিতে
আলোকেরই ঝর্ণাধারায় এই ঐ বোলে
কিছু নেই সামিয়ানার
জন্ম জন্মান্তরের কাছে নেই কোনো মানুষের ঋণের বোঝা
ভুল দিয়ে ভুলের হয় কী কোনো সাজা বাস্তবে, পরাবাস্তবে?
জীবনের অনুদান দিয়ে পুণরায় মেলেনা জীবনের হালখাতা
মানবের জীবনে স্বপ্নের অধিক
কিছু নেই হৃদয়ের বনিবনা
কেবল আলোর শুকতারায় পায়ের ছাপ
জমা রেখে যায় যে নাগরিক
ইতিহাসের বাটখারায় সে মুখ
লিপিবদ্ধ করে যায় গণমানুষের হীত।
=
ম. প্র. (৩০-০৪-২০২২)
=