=
নেপথ্যে আর- যাই থাক৷
সমুখে যার- জিগার ভারি?
তাকে কূল কি- বলা রাখ৷
দেখিস-না কেনো, তার রাখি?
মন ভূলে, যেখানে হয়- থাক৷
আমার পাওনা- করবি কেনো, ফাঁকি?
বোধে'র ঘাটে, রাখিস যতো- বাঁক৷
সময়-গুনে করবি, তারে আঁখি?
পথ পাবি-না, পালানো'র ফাঁক৷
আলোয় যারে, করবি তখন- মণি৷৷
=


রচনা-সময়- ০৭-১১-২০১৮
=