=
ব্যতিক্রম বা- মন বাহির কিছু হলে'ই আমরা যার-পর-নাই পাগল হয়ে উঠি ।
স্থির-তা হারিয়ে বসি !
জমা উদ্যোম নিয়ে- ঝাঁপিয়ে পড়ি হটাতে ।
যুক্তি, উদাহরণ যাই আসুক, তার- পরোয়া করি-না !
যদিও- জানি যে ভাবে'র, ব্যবহারে'র দিক থেকে,
আমরা চরম বিপরীত উপসর্গ নিয়ে-
আপত্তি-জনক অবস্থায়- দাঁড়িয়ে রয়েছি ।


পরে- অক্ষমতা ঢাকতে আমরা তুলে নেই- ব্যক্তিক উৎপীড়নে'র নানা-মূখি চাল !
আঘাতে আঘাতে জর্জরিত করি- ঐ মানসে যে-
অপদস্ত করতে এসে, অপদস্ত হয়ে যাওয়া'র অ-মানতি'র ফল-স্বরূপ !
মানতে'ই চাই-না কেউ, যে-
নিজে'রও কমতি থাকে, অন্যে'রও জানা'র বহর-টা বিরাট হয় ।


শেষে- অ-হেতুক'- এর জন্যে অনন্ত সময়ে'র অবমাননা'র জন্ম হয় ।
যার কোনো প্রয়োজন'ই ছিলো-না, মন-গণনায় !
বিশাল হতে গিয়ে- নিম্ন-তল হয়ে পরা- মারাত্মক ব্যাপার ।
উত্তম হলো- নিরব থেকে, ভাব-গহ্বরে'র রূপকতায়- বিষয়ে'র স্বতন্ত্রে'র স্বাদ অন্বেষণ করা ।।
=
ম. প্র. (২৫-১০-২০২১)
=