=
নদী ঢলে নিয়ে যায় অপসর, অপদার্থ, পরিশ্রোত
প্রেম বয়ে নিয়ে যায় মানবের বুকে জলজ বানে
জলের কোলাহলে মিটিয়ে দেয় প্রাণভোমরার কুৎসা
নিরবের কাছে তার নেই কোনো অনন্দিত ঠিকানা
দাবড়ানো মহিসুরে নিবিড় নিয়মিত পথ ভাঙ্গা, পথ গড়া।


কন্যা নদীর জলে পা ভিজিয়ে রেখে যায় পলকা ছাপ
শ্রোত তারে পৌঁছে দেয় অসংখ্য নগরের বিনিদ্র দুয়ারে
খুলে যায় বন্ধ খিড়কি যারা মেলা দিন হাওয়া মাপেনি
জলের বাঁকুড়া গন্ধে ছুটে আসে প্রমত্তনাশক নির্বাক প্রেমিক
মিশে যায় কণায় কণায় মন পবনের সাড়া আর তার শ্রোতধারা।
=
ম. প্র. (৩১-০৩-২০২২)
=