আরেক দফা- মুক্তিযোদ্ধা'র উদ্ভব৷ কিছু উদ্দেশ্য না করেও, উদ্দেশ্য হওয়া- যেমন৷ আসলে, 'সত্যতায় দাঁড়িয়ে থাকা'ই হলো- মূল প্রণয়ন৷


সরে গেলে'ই ভিত্তি'র প্রস্তর যায়- নড়ে৷ কেউ হয়- মহান, কেউ হয়- কীটে'র সমান!


ধারণা এক, সে মতে, ধারণ করা- আরেক৷ পথ রেখে, নতুন পথে'র তৈরি সহজ৷ তার মুখে, আলো'র প্রভা- অ-সহজ আনয়ন৷  


তবু- উদ্যোগ' উদ্বেগে'র চেয়ে, মহত্বে'র হয়৷ সে মন্ত্রে, মানুষ ফিরে পাক- মনুষ্যত্বে'র আহ্বান৷
আর- দেশ হাঁট-তে থাকুক মঙ্গলে, জন-সাধারণ৷৷
=


ম. প্র. (১৪-০৭-২০২০)
=