=
বিরতি নিলে, বলা'র দরকার- পরে কেনো ?
মনে মনে খবর পৌঁছে দিলে'ই কী- মন ভালো হয়ে যাবে ?
বৃষ্টি'র ভরসায় থেকে, শস্য বুনন- রদ করলে, হয়-না ।


মোরগে'র ডাক শুনে, ঘুম ভাঙলে কী- হয় ?
ভালোবাসলে রাত-জাগা পাখি হতে, হয়-না ।
ভালো মানুষ হতে চাইলে- মোল্লা হবার দরকার, পরে-না ।


প্রেমিক হতে গেলে- সু-দর্শন হতে হয়, কে বলে ?
যা'ই করো তা'ই লোকে'র মাঝে- ছড়ানো'র তাগিদ কোথায় পেলে ?
মানুষ বাঁচে তার স্বয়ং'- এর বোধ, দীপ্তি, আর- আরোপ অরুণীতা'র ভরে ।।
=
ম. প্র. (০১-০৮-২০২১)
=