প্রিয় হতে হতে, অ-প্রিয় হয়ে পড়া'র, কোনো- যাতনা নেই৷
কেননা- প্রিয় হওয়া'র পেছনে, আমার কোনো- হাত নেই৷
বিনিয়োগ- যেখানে শূন্য, পরিশ্রম- যেখানে অ-প্রাসঙ্গিক বায়না?
সেখানে প্রিয় হয়ে ওঠা, আর- না ওঠা নিয়ে, ব্যবসা চলে-না৷
প্রিয় শব্দ-টি জানি-না, আমার নিজে'র কাছে, নিজে'র প্রিয় হয়ে ওঠা- কিনা!
তবে- সবার প্রিয় হওয়া'র চেয়ে, তোমার প্রিয় হয়ে ওঠা'র অপেক্ষায়- জিনা৷
মিলনে'র বসত-বাড়ি, জীবনে'র কোন-পাড়ে, এখনো- বুঝে উঠতে পারি-না!
বোধয়- প্রিয় তোমার- প্রিয় হয়ে ওঠা- আমার এ-পাড়ে, আর- কখনো হবে-না!!
=


রচনা-সময়- ০২-০৩-২০১৯
=