=
আচমকা গড়িয়ে পরে- আসমান হতে নূহে'র বৃষ্টি ।
কম্পন বাড়ে; বাড়ে-না, হিমে'র আর্তি ।


অনুভবে'র সীমার হয়-না, গৃহ-বাস ।
অগ্রাহায়ণ বিন্যাসে সমূহ-
বৃক্ষ, ফুল আর- জলে'র বিহার নীড়-হাস ।


অনুভূতি'র বাংলা নিহার,
ঋতু'র মা মাস- মনোরমাহার ।


হেমন্তে'র কোলাবরি- শীতে'র সুহাস ।
মাকড়সা-গুলো কামরা-হীন কী কারণে- বেফাঁস ?


অগ্রাহায়ণ প্রকোপ নিরেট, নয়-তো শীতে'র আহট-জ্বর ।
তেলাপোকাও এক সারথী, অর্থ-হীন ঘোরাঘুরি নিঘর ।


শুকনো মাঠে খেলা'র ঘর- শরীর-চর্চা'র সটান ভর ।
আরও কতো- বিবিধ স্বস্তি'র আঁচড় অগ্রাহায়ণ স্বর ।
হৃদয়ে'র তুলট দিয়ে, সব হারে- মাল্যবান যাপনাসর ।।
=
ম. প্র. (১৬-১১-২০২১)
=