=
একাকীত্ব'- এর ঘরে, পালা-বড়া আমার জীবন ৷
উনিশ ছাড়িয়ে, বিশ'- এর বসন্ত'- তার বিচরণ ৷


সব- সজ্জন হয়েছে, পর- বিবিধ তার উপচার ৷
সব- বন্ধন টুটে গেছে, নানান সন্ধি'র বে-মানান ডর ৷


ভালো-লাগা'র জোর'- এর টানে, অস্তিত্ব ছিঁড়ে খানখান ৷
তবু- পথ হাঁটি পথে'র জোয়ান- রাত-দিন এক সমান ৷৷
=


ম. প্র. (২০-০৫-২০২১)
=