=
মায়া'র ঘরে শনি'র মহড়া সেই !
রাগ ভাগ করেও সম্ভ্রম নেই ।
প্রতি-দিন দেখা হতে হতে,
দেখা'র আত্মা যেমন- বিরতি বেলা ।
এ-দিকে ফেরত-হীন বিনিয়োগ হলে,
মায়া'ই শুধু- তার প্রাপ্ত-বেলা ।
জরিয়া যাই থাকুক- মায়া'র সরবতে,
চুমুক দিতে আমার- সহায়ক সারা-বেলা ।
সব- খাতে সব- ঔরসে এক'ই কথা ।।
=
ম. প্র. (১৮-০৭-২০২১)
=