=
একে তিন।
বিশ্ময় কী?
মিলে গেলে, রত্ন?
কে করে, যত্ন?
আমার বেশ- ভিন্ন।
তবে-
দরকার না- মিটিলে?
মন কী- থাকে, শান্ত?
শান্ত-কে, ভ্রান্ত হতে, দিই-না।
পথে'র ফুল করে, নিই।
আগামী'র আশায়।
জোড়াতালি'র খেলায়, কে বলে-
ফলাফলে'র মহরত নেই?
আজ যখন- কাল গড়ে?
তবে-
একে তিনে'রও ধর রয়েছে।
বে-দরকার সাময়িক,
অথবা-
ক্ষিণ হয়- যতো।।
=


রচনা-সময়- ২০-০৬-২০১৮
=