=
চুষে নেয়া,
সব উত্তাপ- ফেরাতে হবে,
বলেছিলাম একদিন।
বছরে'র মাসিক-গুলো,
কিভাবে যায়-
মোহরাম' বুঝ-তে পারে-না।
বুঝে, শুধু- একজন।
যে- রাত দিন এক করে,
ভূগে যায়।
ফেরানো'র গল্প-টা,
গল্প হবে-না, এখন।
হবে, ইতিকথা'র গ্যালারি।
টিকেট কেটেও, দেখবে।
না কেটেও, দেখবে।
পঁচে যাওয়া-
জীবন নিয়ামক-গুলো,
আর- ফিরবে-না।
ভূত-কে, অ-ভূতে'র মারদণ্ডে।
পিপাসা- অ-পিপাসায় জিঞ্জীর।।
=


রচনা-সময়- ১৯-০৭-২০১৮
=