=
এক-টাও মন নেই, মাননীয়- হবার!
এক-টাও প্রেম নেই, প্রেমিকা- হবার!
এক-টাও প্রাণ নেই, প্রাণিজ- হবার!
এক-টাও দেহ নেই, সঙ্গম- করা'র!
এক-টাও ঘর নেই, সুখি- পরিবার!
এক-টাও বাড়ি নেই, শান্তি'র- আধার!
এক-টাও এলাকা নেই, মানবতা'র- সওয়ার!
এক-টাও দেশ নেই, গণতন্ত্রে'র সমুদয়- বাহার!
এক-টাও মহা-দেশ নেই, শৃঙ্খলা'র প্রণোদিত- আহার!
এক-টাও গ্রহ নেই, মানুষ, মানুষ হয়ে, তনুমন- বাঁচিবার!
এখন সময়-টা কাহার, না জানি, কী মহামারী হলো- পৃথিবী-টা'র!!
=


রচনা-সময়- ২১-০১-২০১৯
=