=
একক যুদ্ধে বীরত্ব অধীর ফাঁসানো
বিনা যুদ্ধের পতাকা হয় নামানো,
নয় ঝরানো।


প্রতি শ্বাসের ভরে জমা থাকে
প্রতিরোধের মহড়া
মানবতার অঙ্গে অঙ্গে
বিষমিশার হাঁড়ি জমা
পিয়ে যায় সমাবর্তন প্রাণ ভোমরা!


দলীয় শোর সূর্য দীঘলে
ভোর হয় না, হায়!
পথ হারানো পরের পথে
যোদ্ধা অথচ অনড় সহায়।
=
ম. প্র. (২৯-০৮-২০২২)
=