=
বিলীন হওয়া- মানে, মুছে যাওয়া নয়৷
রয়ে যায়, সব- স্মৃতি'র মিনার হয়ে, প্রণয়৷
এমনি এক বিষয়- আজকের কবিতা চর্চায়৷
বিদ্যা-শিক্ষায় যার- জুড়ি মেলা ভার, অন্বয়৷
যুগে'র চাহিদায়- পথ বদলায়, শখ বদলায়৷
অতীত-কে পেছনে ফেলে, তবু- এগিয়ে যেতে হয়৷
জীবন প্রয়োজন- হয়-তো নিয়ামক সরিয়ে নেয়৷
কিন্তু- মিছে নয়, বিতে যাওয়া- মানুষে'র সুন্দর অনুনয়৷৷
=


রচনা-সময়- ২৩-১২-২০১৮
=