=
পার করে যাওয়া- সময়ে'র পরশ-গুলো-
দিয়ে যায়, যে- পর্ব পর্ব অভিজ্ঞতা৷
তার সাথে, বদলে যায়-
জীবনে'র আনুবিক ফূর্তি-গুলো,
বদলে'র আকর্ষণ-গুলো, জমাই৷
ও-গুলো জমে জমে, শিলা হয়৷
পাথরে'র সিক্ততা পেতে, বিরাগ হয়৷
আমি আগুন ধরা-তে, যাই-না৷
জানি-না বোলে- নয়৷
স্নিগ্ধতা'র কাবু- হতে চাই, বোলে৷
পারিপার্শ্বিক শিনা-জোর-গুলো,
অবদমন করেছি যদিও
বহু-কষ্টে'র, জ্বর-পাড়ি দিয়ে৷
এখন শুধু- এক-টা চিরো-স্থায়ী বদলে'র মর্মরে-
অবগলিত হবার প্রতি-ক্ষণে'র, অপেক্ষায় দিন পার করছি৷
=


রচনা-সময়- ২০-০২-২০১৯
=