=
কলমে'র নাভি ছিড়ে,
রক্ত-ক্ষরণে'র পর্ব, এখন- দাগ বহির্ভূত৷
ক্ষণে স্থবির হয়ে পড়া- কোমা'র পূর্ব সংকেত!
বারে বারে প্রতিনিয়ত ফিরে, আসতে হয়-
সে কবিতা'র প্রয়োজন৷
পেশা'র তাগিদ- জীবিকা'র স্বপ্ন পর ভবিষ্যত্৷
গ্রহণ, শ্রবণ, অর্জন সকল নবো-সৃষ্টি'র পূর্বশর্ত৷
এ খেয়াল- পাল তুলে দাঁড়ায়ে, লগ্ন-তীর৷
না আসা'র জীব- অকস্মাত ছুটে আসে, পরিধানে!
দৃশ্যতঃ রক্ত প্রবাহ কখনও অ-দৃশ্য সবুজ৷
পদ্য পংক্তি'র পোশাক- সু-সজ্জিত পায়েল পিঞ্জিরা-বদ্ধ!
খাঁচা'র পাখি বলছে- ছেড়ে দাও, উড়ে যাই৷
বর্ণ-মালা আকাশে ভাসা'ই৷
সন্ধ্যা'র আবর্তনে, নীড়ে'র প্রজনন প্রহরে,
রাতে'র ক্লান্তি-তে, ভোরে'র অপেক্ষা- কবিতা'র৷
বহুদা সময়ে'র বিস্ফোরণ- প্রাকৃতিক সমর্পণ৷৷
=


রচনা-সময়- ২২/১১/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=