=
আপনি-তো আপনি৷
আমি-তো আমি৷
আপনার সাথে, আমার যে-
পার্থক্য, বা- ব্যবধান, অথবা- অ-মিল,
তার নাম- কবিতা৷
আপনার সব, সব'ই আছে৷
যা যা যতো- থাকা দরকার৷
কিন্তু- শুধু কবিতা নেই৷
আমার কিছু, কিছু'ই নেই৷
যা যা যতো- থাকা দরকার৷
কিন্তু- শুধু কবিতা আছে৷
এবার বুঝেন- এক মেরু-তে,
দাঁড়াই কী সুখে, আমরা দু'জন?
ভাবান্তর নয়, কী- প্রয়োজন??
=


রচনা-সময়- ২৭-১১-২০১৮
=