=
বাল্য-কালে বাল-বীর ছিলে-না, তুমি ৷
এ-কালে'র কাল-বীরও নও, তুমি ৷


তবে- কী তুমি কিছু নও, কেউ নও ?


ঢাকা পরে গিয়েছে, যতো সব- অর্জন' তোমার ?
পরিবর্ধন-রেখা পরিবর্তন-রেখায় গিয়েছে, ফেরত প্রহার ?


যাই হয়- হোক, অর্জন' কোনো-কালে'র আঁধার নয় ৷
আলো'র আরশে খচিত হতে, তার- লাগে-না, খুব সময় ৷৷
=


ম. প্র. (১৫-০৩-২০২১)
=