=
বাগানের বিকল্প বাড়ি চাই না,
বাড়ির বিকল্প বাগান চাই।


কিছু কামরা, কিছু আসবাব, কিছু মানুষের
জীবিত থাকার নিঃশ্বাস নির্ভর গুঞ্জরণ ব্যতীত
বাড়ির ঠিকানা আর কী নিয়ে জড়িত?


বাগানের ফুল থাকে, ফুলের বৃক্ষ সমাহার থাকে।
ফল থাকে, ফলের পাকা রসের বন্ধনী
মৌ মৌ সুবাস বিলি করে।
পাখি থাকে, পাখির কিচিরমিচির সৌহার্দ্য থাকে।
প্রাণী থাকে, প্রাণীর যাপনের গহ্বর থাকে।
প্রজাপতি থাকে, প্রজাপতির উড়ন্ত বহর থাকে।
থাকে আরও নস্টালজিয়া ভোর, স্নিগ্ধ দুপুর, হিমেল সন্ধ্যা, পর্যটন রাত্রি।


প্রত্যেক বাড়ির নলখামার হোক বাগান।
বাগানের আশুরায় জল ঢেলে দিলে যেনো
পৌঁছে যায় বাড়ির রুহবিতান।
সমন্বয়ের উর্ধ্ব কী আছে সৌন্দর্যের আহ্বান?


বাগান এক অমৃত বাসনার নাম।
দেখতে দেখতে প্রবাদ জীবিত থাকা।
ভাবতে ভাবতে প্রকাশ্য স্বপ্ন ধরা।
=
ম. প্র. (২৯-০৯-২০২২)
=