=
অনুপ, আর- অনুদান উপমায়-
সমান হয়ে যায়।
সরকার যখন বলেছিলো-
বেশ-তো।
"যে ভাঙ্গে, সে গড়েও।
কিন্তু- যে গড়ে, সে ভাঙ্গে-না।"
আমার'ই কবিতা'র উদৃতি পড়ে।
তাকে প্রণাম।
যে ভাবনা'র ভেতরে'র বল-টা,
নিজেও ধারণ করতে, পেরে যায়।
এই পারা-টুকুন পেরে যায়,
বোলে'ই সে অনুপ।
আর- তার সাথে, জুড়ে যায়-
অনায়াসে সরকার।
আমি তার- ভর টেনে নেই,
উৎসর্গ বাহার।।
=


রচনা-সময়- ২২-০৭-২০১৮
=